কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের

1 min

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা লালন শাহ ব্রিজের প্রবেশমুখ গোল চত্বরের কাছে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তারা নিহত হন।

নিহতরা হলেন- মিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সীমা খাতুনের ছেলে সিয়াম (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রশিদ (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় দুজন মোটরসাইকেলে ভেড়ামারা লালন শাহ ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় যান। বেড়ানো শেষ করে তারা মোটরসাইকেলে করে ফিরছিলেন। লালন শাহ ব্রিজের প্রবেশ মুখ গোল চত্বরে আসা মাত্রই কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক মুখোমুখি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, ট্রাকের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/এফএ/এএসএম

No comments yet.

Back to feed