মালয়েশিয়ায় এক্সপাট কমিউনিটির বিজয় সন্ধ্যা

1 min

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশি এক্সপাট কমিউনিটি ইন মালয়েশিয়ার উদ্যোগে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার, কুয়ালালামপুরের মারকিউর ট্রিয়ন পাঁচতারকা হোটেলে এক বর্ণাঢ্য বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্র, শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রবাসে থেকেও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দেশাত্মবোধক গান, মুকাভিনয়, আবৃত্তি এবং একক নাটক পরিবেশিত হয়। এসব পরিবেশনায় মহান মুক্তিযুদ্ধ, বিজয় ও দেশপ্রেমের চেতনা ফুটে ওঠে।

পিনপতন নীরবতার মধ্যে গ্রামীণ সাংস্কৃতিক নাইওরি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটলেও মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটির ছাত্রী সুমাইয়ার বিশেষ অভিনয়ে লাল-সবুজের পতাকা কীভাবে আমাদের হলো এবং এর মাহাত্ম্য ও তাৎপর্য কী তা তার চমৎকার অভিনয়ের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে।

এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো, নিরব এসডিএন বিএইচডি ও এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুরের যৌথ উদ্যোগে মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পগুলোতে দীর্ঘদিন আটক থাকা অসহায় বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতি মাসে একটি করে ফ্রি বিমান টিকিট দেওয়ার ঘোষণা এবং দেশে ফিরে পুনর্বাসনের ঘোষণা। মানবিক এই ঘোষণাকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান।

আয়োজকদের মতে, এই বিজয় সন্ধ্যা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে মানবিক, ঐক্য, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআরএম

No comments yet.

Back to feed