যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার

1 min

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আকতার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগ থানা এলাকার বাউনিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তুরাগ থানা এলাকার বাউনিয়া বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আকতার হোসেনকে গ্রেফতার করে থানার চৌকস একটি টিম।

গ্রেফতার মো. আকতার হোসেন গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

টিটি/এমআরএম

No comments yet.

Back to feed