গরুর মাংস দিয়ে আলু ঘাটির রেসিপি

2 min

উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার আলু ঘাটি। তবে সম্প্রতি এর জনপ্রিয়তা বেড়ে চলেছে পুরো দেশে। কখনো মাছ আবার কখনো মাংস দিয়ে রান্না হয় এই আলু ঘাটি। গরুর মাংস দিয়ে আলু ঘাটি যে একবার খেয়েছেন তার স্বাদ সে কখনো কেউ ভুলতে পারবে না। চলুন জেনে নেই মজাদার এই পদের রেসিপি-

উপকরণ

১. গরুর মাংস আধা কেজি
২. আলু ১০-১২টি
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ১ টেবিল চামচ
৬. মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ
৭. তেল পরিমাণমতো
৮. দারুচিনি ২-৩ টুকরা
৯. তেজপাতা ২-৩টি
১০. এলাচ ৩-৪টি
১১. হলুদের গুঁড়া পরিমাণমতো
১২. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
১৩. জিরার গুঁড়া ১ চা চামচ
১৪. কাঁচামরিচ স্বাদ অনুযায়ী
১৫. লবণ স্বাদমতো।

আরও পড়ুন:
শীতের সন্ধ্যা জমে উঠুক মুখরোচক মুলার পাকোড়ায়
এই শীতেই বানিয়ে রাখুন জলপাই জ্যাম
শীতের সেরা পদ হাঁসের মাংস, রইলো রেসিপি

যেভাবে তৈরি করবেন

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেঙে নিন। এবার রান্নার হাঁড়িতে তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে তাতে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে দিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে অল্প পানি যোগ করে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার লবণ, মরিচ-হলুদের গুঁড়া, জিরা ও ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার মাংস সেদ্ধ হয়ে এলে এতে ভেঙে রাখা আলু দিতে হবে। আরও একবার কষিয়ে পরিমাণমতো পানি যোগ করুন। এবার তাতে কয়েকটি কাঁচা মরিচ দিন। মিনিট দশেক জ্বাল দিয়ে নামিয়ে নিন। একটি কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে মাংসে ফোড়ন দিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার গরুর মাংসের আলু ঘাটি।

জেএস/এএসএম

No comments yet.

Back to feed