যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সালমা গ্রেফতার

1 min

যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সালমা ভূঁইয়া চায়নাকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি হাফিজুর রহমান বলেন, থানায় দায়ের করা একটি মামলায় সালমা ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সালমা ভূঁইয়ার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রয়েছে।

কেআর/এমআইএইচএস/এএসএম

No comments yet.

Back to feed