প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

1 min

শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরের ফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে সাতদিনের রিমান্ড শেষে কবিরকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে কবিরকে আটক করে র‍্যাব। পরে ১৬ ডিসেম্বর তাকে মামলায় আদালতের মাধ্যমে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় করা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের সহযোগী হিসেবে কবিরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এমডিএএ/একিউএফ/এএসএম

No comments yet.

Back to feed