শহীদ ওসমান হাদির শাহাদাতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও উল্লাস করার অভিযোগে মনমোহন রায় নামের এক ছাত্রকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বহিষ্কার হওয়া মনমোহন রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। তিনি টেকনোলজি-পাওয়ার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।
বহিষ্কারের বিষয়টি অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসআর/এমএস
No comments yet.